ENGLISH WEB

ইমেইল মার্কেটিং করে ফ্রিল্যান্সিং করার সহজ উপায় – স্টেপ বাই স্টেপ গাইডলাইন

সকালে ঘুম থেকে উঠার পর আমরা সবাই একবার হলেও ইমেইল চেক করি তাইনা? কোনো গুরুত্বপূর্ণ মেইল আসলো কিনা সেটা দেখে আমরা দিনের শুরুটা করি। এছাড়াও আপনি কি খেয়াল করেছেন বিভিন্ন সোর্স, ব্র্যান্ড থেকে আপনার কাছে মেইল আসে! এগুলো কিভাবে আসে? কেন আসে? আর ব্র্যান্ডগুলো কিভাবে এতো মানুষের কাছে ইমেইল পাঠায় কিংবা কেন পাঠায়?

তাছাড়া ইমেইল মার্কেটিং এমন একটি স্কিল যার সাহায্যে আপনি প্রতি মাসে ১০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন ঘরে বসে।  কিভাবে সম্ভব তা ভাবছেন কি?

সব প্রশ্নের উত্তর দিবো আজকের ব্লগটিতে। আমরা আলোচনা করবো ইমেইল মার্কেটিং কী, কেন এটি গুরুত্বপূর্ণ, ইমেইল মার্কেটিং করে ফ্রিল্যান্সিং করার উপায়, বিভিন্ন মার্কেটপ্লেস সম্পর্কে এবং ইমেইল মার্কেটিং করে সফলভাবে ফ্রিল্যান্সিং করার টিপস সম্পর্কে। সর্বোপরি এই ব্লগটি আপনার ইমেইল মার্কেটিং করে ফ্রিল্যান্সিং করার রাস্তা সহজ করে দিবে।

 

ইমেইল কী?

ইমেইল এর পূর্ণরুপ হলো ইলেক্ট্রনিক মেইল যা একটি ডিজিটাল বার্তা যা নেটওয়ার্ক এবং কম্পিউটারের মাধ্যমে প্রেরণ করা হয়। শুরুতে ইমেইল একটি টেক্সট বেসড কমিউনিকেশন সিস্টেম থাকলেও বর্তমানে আপনি ইমেইলের সাথে যেকোনো ফাইল, ইমেজ, ভিডিওসহ বিভিন্ন এটাচমেন্ট পাঠাতে পারবেন। এটি যোগাযোগের একটি দ্রুত ও নিরাপদ মাধ্যম এবং বর্তমানে বিশেষ করে ফরমাল কমিউনিকেশনের জন্য খুব জনপ্রিয় মাধ্যম

 

ইমেইলের সংক্ষিপ্ত ইতিহাস 

বর্তমানে ইমেইল সম্পর্কে জানেন না এমন খুব কম মানুষ আছে। প্রাচীনকালে বিভিন্ন উপায়ে মানুষ যোগাযোগ করতো। প্রথমে পাখির সাহায্য নিয়ে যোগাযোগ শুরু হয়। পরবর্তীতে আসে ডাক ও টেলিগ্রাফ এর যুগ। আর এখন যোগাযোগের জন্য অন্যতম জনপ্রিয় মাধ্যম ইমেইল যার মাধ্যমে মূহূর্তেই কমিউনিকেশন করা যায়।

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA
Home / স্কিলস ও আইটি / ইমেইল মার্কেটিং করে ফ্রিল্যান্সিং করার সহজ উপায় – স্টেপ বাই স্টেপ গাইডলাইন