My Blog

ডাটা এন্ট্রি শিখে ফ্রিল্যান্সিং করার স্টেপ বাই স্টেপ গাইডলাইন

ডাটা এন্ট্রি শিখে ফ্রিল্যান্সিং করার স্টেপ বাই স্টেপ গাইডলাইন

বর্তমানে সবাই ফ্রিল্যান্সিং করে টাকা আয় করতে চায়। আর যদি খুব সহজ একটি স্কিল কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং শুরু করা যায় তাহলে কিন্তু খারাপ হয় না, তাইনা? ডাটা এন্ট্রি এমনই একটি স্কিল যার মাধ্যমে একদম সহজে আপনি ফ্রিল্যান্সিং জগতে পা রাখতে পারবেন এবং আয় শুরু করতে পারবেন। বর্তমানে বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন দেশের ফ্রিল্যান্সাররা হাজার হাজার টাকা আয় করছে শুধুমাত্র এই একটি স্কিল কাজে লাগিয়ে।

আজকের এই ব্লগটিতে আমরা আলোচনা করবো সেই সবকিছু নিয়ে যা আপনার ডাটা এন্ট্রি দিয়ে ফ্রিল্যান্সিং করার রাস্তাটা সহজ করে দিবে এবং একটি রোডম্যাপ প্রদান করবে। এই ব্লগটিতে আপনি জানতে পারবেন, ডাটা এবং ডাটা এন্ট্রি কী, ফ্রিল্যান্সিং কী ও অনলাইন জগতে কিভাবে ফ্রিল্যান্সিং করতে হয়, ডাটা এন্ট্রি দিয়ে কিভাবে ফ্রিল্যান্সিং করবেন, কিভাবে রপ্ত করবেন প্রয়োজনীয় স্কিল, ডাটা এন্ট্রির ডিমান্ড কেমন এই সবকিছু নিয়ে। পাশাপাশি আমরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কিভাবে অ্যাকাউন্ট  ক্রিয়েট করতে হয়, ডাটা এন্ট্রি দিয়ে ফ্রিল্যান্সিং এর কিছু টিপস ও স্ট্র্যাটেজি, করণীয় সম্পর্কে জানবো। তাহলে চলুন শুরু করা যাক!

ডাটা এবং ডাটা এন্ট্রি কী?

শুরুতেই জেনে নেই ডাটা এবং ডাটা এন্ট্রি কী!

ডাটা কী?

ডাটা (Data) হচ্ছে যেকোনো বিষয়ের উপর কোনো তথ্য বা ইনফরমেশন।  এই তথ্য যেকোনো কিছু হতে পারে। যেমন: ছবি, মোবাইল নং, ইমেইল, টেক্সট ইত্যাদি। এই তথ্যগুলো সাধারণত সংরক্ষণ করে রাখা হয় পরবর্তী কোনো কাজের জন্য।

ডাটা এন্ট্রি কী?

ডাটা এন্ট্রি হলো যেকোনো ডাটাকে ডিজিটাল ফরম্যাটে কনভার্ট করা বা সংরক্ষণ করার প্রক্রিয়া। এই কাজের মাধ্যমে বিভিন্ন উৎস (অডিও, ভিডিও, কাগজপত্র) থেকে ডাটা সংগ্রহ করে কোনো ডিজিটাল মাধ্যমে সংরক্ষণ করা হয়। সাধারণত ডাটা এন্ট্রির কাজ করা হয় মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেলে। ডাটা এন্ট্রির প্রধান লক্ষ্য ডাটাকে সঠিকভাবে গোছানো এবং সহজলভ্য রাখা।

ডাটা এন্ট্রি স্পেশালিস্ট কারা?

ডাটা এন্ট্রি স্পেশালিস্ট এমন একজন প্রফেশনাল ব্যক্তি যে সঠিকভাবে এবং দক্ষতার সাথে ডাটা এন্ট্রির বিভিন্ন কাজ করে থাকে। একজন ডাটা এন্ট্রি স্পেশালিস্ট এর টাইপিং দক্ষতা থাকে এবং বিভিন্ন সফটওয়্যারে পারদর্শী হয়ে থাকেন।

একজন ডাটা এন্ট্রি স্পেশালিস্ট এর কাজ হয়ে থাকে-

  • ডাটা ইনপুট: বিভিন্ন উৎস থেকে ডাটা সংগ্রহ করে নির্দিষ্ট সিস্টেমে ইনপুট দেওয়া
  • ডাটা যাচাই: ডাটার নির্ভুলতা যাচাই করা
  • ডাটা রক্ষণাবেক্ষণ: একজন ডাটা এন্ট্রি স্পেশালিস্ট নিয়মিত ডাটা আপডেট ও রক্ষণাবেক্ষণ করে থাকেন

ফ্রিল্যান্সিং কী?

ফ্রিল্যান্সিং এর সহজ অর্থ মুক্ত পেশা বা মুক্তভাবে কাজ করা। যখন কেউ নিজের সময়মতো, নিজের ডিভাইস দিয়ে মুক্তভাবে কোনো কাজ করে এবং বিনিময়ে শুধু সেই কাজের জন্য পারিশ্রমিক গ্রহণ করে, এই ধরনের কাজকে বলা হয় ফ্রিল্যান্সিং।

বর্তমানে বাংলাদেশের বিপুল সংখ্যক কর্মসংস্থানের চাহিদা পূরণ হচ্ছে বিভিন্ন সেক্টরে ফ্রিল্যান্সিং করার মাধ্যমে। ঘরে বসে আয় করার সুযোগ এবং কাজের ফ্লেক্সিবিলিটির জন্য এই পেশা ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। এটি এমন একটি পেশা যেখানে কাজ করার কোনো ধরাবাঁধা সময় নেই। আপনার যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা কাজ করতে পারেন। সাধারণ চাকরি থেকে এখানে আরেকটি বিষয়-এর ভিন্নতা আছে। সেটি হলো কাজের স্থান। ফ্রিল্যান্সিং (Freelancing) এর জন্য নির্দিষ্ট কোনো অফিস নেই। আপনি বাসায় বসে কাজ করতে পারবেন নিজের পছন্দের সময়ে।

বিভিন্ন সেক্টরে ফ্রিল্যান্সিং করে টাকা আয় করা যায়। তবে এর মধ্যে সবচেয়ে সহজ যে উপায় এবং অনেকেরই পছন্দের তা হলো— ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি দিয়ে ফ্রিল্যান্সিং করে কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই, শুধু কম্পিউটার ও ইন্টারনেট এর মাধ্যমে অনেকে স্বাবলম্বী হয়ে উঠছে। আমরা এই ব্লগটিতে ধীরে ধীরে জানবো কিভাবে ডাটা এন্ট্রি দিয়ে ফ্রিল্যান্সিং সেক্টরে যাত্রা শুরু করতে পারবেন এবং একজন সফল ডাটা এন্ট্রি স্পেশালিস্ট হতে পারবেন

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।